‘বিন্দু বিন্দু শিশির কণা সবুজ ঘাসে পরে, ঝিকি মিকি মুক্তা হেসে মনটা পাগল করে। দিকে দিকে ঠান্ডা বাতাস জাগায় শিহরণ, সরিষা ফুলে মৌমাছি করে মধু আহরণ। সনে সনে পৌষ মাস আবার আসে ফিরে, কণ্ কণে শীত আর কুয়াশায় থাকে ঘিরে।’ এমনই এক হিমশীতল সন্ধ্যায় গুলশান ক্লাব আয়োজন করে ‘পৌষ তোদের ডাক দিয়েছে…’ অনুষ্ঠান। বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯, সন্ধ্যা ৭.০০মি. গুলশান ক্লাবের লামডা হল পরিপূর্ন। করতালি আর নিবিড় বিমুগ্ধতায় শ্রোতাবৃন্দ উপভোগ করেন- অদিতি মোহসিন এবং সাদী মোহাম্মদের সুরেলা কন্ঠে পৌষ পাবনের গান। অনুষ্ঠানটি উপভোগ করতে সকলের সাথে গুলশান ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট, ক্যাপ্টেন সাইফুর রহমান, বোর্ড অব ডিরেক্টর্স এর সদস্য ও ডিরেক্টর এ্যাডমিন জনাব তারেক রহমান, ডিরেক্টর জনাব আহমেদ কবির, জনাব মির্জা খোরশেদ আলম (দুলাল), জনাব মুসাউর রহমান খান, বিশিষ্ট কবি জনাব সৈয়দ আল ফারুক সহ ক্লাব মেম্বারগণও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শ্রোতাবৃন্দ নৈশভোজে অংশগ্রহণ করেন।