হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শততম জন্মোৎসব উদযাপন
বিশ্বের বুকে বাংলাদেশ নামক রাষ্ট্রের অভ্যুদয় ঘটানো আর লাল-সবুজের পতাকা ওড়ানোর স্বপ্নদ্রষ্টা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্ম বার্ষিকী উদ্যাপন উপলক্ষে গত ১৬ ও ১৭ মার্চ ২০২০ ক্লাবে আয়োজন করা হয় দুই দিন ব্যাপী বিশেষ কর্মসূচীর। এই কর্মসূচীর অন্যতম দিক ছিল আলোচনা সভা, বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর সংকলিত সপ্তাহ ব্যাপী চিত্র প্রদর্শনী, ডিজিটাল প্যানেল উদ্বোধন এবং ক্লাবের নতুন ও পুরাতন উভয় ভবনে আলোকসজ্জা ও মুজিব শতবর্ষের ‘লোগো’ স্থাপন।
উদ্ধোধনী দিনের কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিত্র প্রদর্শনী ও ডিজিটাল প্যানেলের ইমেজিং উপভোগের শুভ সূচনা করেন ক্লাবের অনারারী মেম্বার ও জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। মুজিব শতবর্ষের অনুষ্ঠানের শুভ উদ্ধোধনীতে ক্লাবের নব নির্মিত ভবনে প্রবেশ করতে প্রধান অতিথিকে ক্লাব প্রেসিডেন্ট ক্যাপ্টেন সাইফুর রহমান, ডাইরেক্টরগণ, ভূতপূর্ব ডাইরেক্টরগণ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় সাংস্কৃতিক কর্মী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ অনেক গণ্যমাণ্য ব্যক্তি উপস্থিত ছিলেন।