গুলশান ক্লাবের উদ্যোগে-করোনা ভাইরাস কোভিড-১৯ এর কারণে খাদ্য ও ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বিতরণ কর্মসূচী
শতাব্দীর পর শতাব্দীব্যাপী শান্তির বার্তা নিয়ে বহমান পৃথিবীর সব ছন্দের পতন ঘটিয়ে ভয়াবহ করোনা ভাইরাস কোভিড-১৯ হানা দিয়েছে বলয়ে বলয়ে, অঞ্চলে অঞ্চলে, দেশে দেশে, প্রান্তরে প্রান্তরে, পাড়ায় মহল্লায়। সার্বিক অর্থনীতির চাকা অচল হয়ে পড়ায় বিত্তশালীরা যার যার স্তরে বা নীচের স্তরে নেমে এসে স্থবির হয়ে আছে। ক্ষুধা নিবারণ আর জীবন রক্ষার জন্য প্রাণান্ত ছুটাছুটি চলছে নি¤œবিত্ত মহলে। সরকারি, স্ব-শাসিত সংস্থা, বেসরকারি, বাণিজ্যিক সামাজিক সব ধরণের সংগঠনের সব প্রতিরোধ প্রচেষ্টাকে ব্যর্থ প্রমাণ করে ভয়ংকর ভাবে আমাদের ভেতর দিয়ে অতিক্রম করছে কোভিড-১৯। এমন চিত্র ক্লাব আংগিনা ও শহরতলীতে দৃশ্যমান হওয়ায় গুলশান ক্লাব পরিবারের সমাজ ও সাংগঠনিক দায়বদ্ধতার ঐতিহ্যগত ভাবনাও সক্রিয় হয়ে ওঠে। তাই ক্লাব পরিবারের সদস্যদের বিশেষ ‘সিএসআর’ ফান্ড উত্তোলন করে দুর্বিসহ এই প্যান্ডামিক বিপর্যয়ে কয়েক দফায় পরিচালনা পর্ষদ খাদ্য সামগ্রী ও ব্যক্তিগত সুরক্ষা সমগ্রী বিতরনের একটি বিশেষ কর্মসূচী বাস্তবায়ন করে। পাশাপাশি ক্লাবের উদ্যোগে কোন কোন সদস্যের নিজস্ব মালিকানাধীনের প্রতিষ্ঠানের অর্থায়নেও কোভিড কবলিত দরিদ্র জনগোষ্ঠিকে খাদ্য সামগ্রী পৌঁছে দিতেও পরিচালনা পর্ষদের কিছু কিছু সদস্য ছিলেন নিবেদিত প্রাণ।
এই উদার কর্মসূচীটি বাস্তবায়ন করতে ১ এপ্রিল, ৬ এপ্রিল, ৩০ এপ্রিল ও ১ মে ২০২০-এ ক্লাব আংগিনা ও পাশ্ববর্তী বনানী এলাকায় অন্যান্যদের সহযোগিতা নিয়ে পরিচালনা পর্ষদ সহ ক্লাবের অনেক সদস্য সমবেত হন। সুরক্ষা উপকরণ ও খাদ্য সমাগ্রী বিতরনের এই কর্মসূচীর সফল বাস্তবায়নসহ ক্লাবের উদ্যোগে ডিবিএল সিরামিক্স লিঃ এর সৌজন্যে খাদ্য সামগ্রী বিতরন কর্মসূচী-২০২০ বিশেষভাবে সম্পন্ন করতে পারায় পরিচালনা পর্ষদ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।