১৬ ডিসেম্বর ২০১৯ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে গুলশান ক্লাবে আয়োজন করা হয় বিশেষ চিত্রাঙ্কণ প্রতিযোগিতা। শিশু কিশোরদের চিত্রাঙ্কনে উৎসাহিত করার জন্য প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন-প্রখ্যাত চিত্রশিল্পী জামাল আহমেদ, অধ্যাপক চারুকলা ইনিস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। সকালের পর্বে আম্বার ডেক ও ক্লাব লনে ছিল শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ‘ক’ শাখায় (৪-৭) বছর এবং ‘খ’ শাখায় (৮-১২) বছরের শিশু কিশোররা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দের সন্তান এবং নাতি-নাতনীরা স্বতঃস্ফূর্তভাবে চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শিশু কিশোররা সকলেই আপন মনের মাধুরী মিশিয়ে মহান বিজয় দিবসের প্রেক্ষাপটে সুন্দর সুন্দর ছবি অঙ্কন করে। সম্মানিত বিচারক মন্ডলী প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের অঙ্কিত ছবি বিচার বিশ্লেষণ করে ‘ক’ শাখা থেকে ৩টি ছবি নির্বাচন করেন। আঁকিয়েদের মধ্যে ‘ক’ শাখায় যাহ্রান আজাদ প্রথম স্থান লাভ করেন। দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে যথাক্রমে তাইবা মনোয়ারা আমিন এবং আরস। ‘খ’ শাখায় প্রথম স্থান অধিকার করেন আরশান রহমান। দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে যথাক্রমে রেশমি আলম এবং সামারাহ আজাদ। বিজয়ীদের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদেরকেও মাক্স ও পুরস্কার প্রদান করা হয়।